স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ফিটনেস ইস্যুতে আসর থেকে নাম প্রত্যাহার করলেন ইংলিশ এই তারকা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বকাপ থেকে স্টোকসের সরে যাবার সিদ্বান্তকে সঠিক বলে অভিমত ব্যক্ত করেছেন আথারটন ও হুসেইন। স্কাই স্পোর্টসের ক্রিকেট পডকাস্টকে আথারটন বলেন, ‘আমার মনে হয় না বড় কোন ধরনের সারপ্রাইজ দিয়েছে। ৫০ ওভারের বিশ্বকাপের কারণে হাঁটুর অস্ত্রোপচার করতে এবং পুরোপুরি সেরে উঠতে অনেক দেরি করেছে সে। অবশ্যই বিশ্বকাপ দলে নেয়া হতো তাকে। পরিপূর্ণ অলরাউন্ডার হয়েই টেস্ট দলে ফিরতে চায় সে। ঘরের মাঠে ভারতের সঙ্গে এবং অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ থাকার কারনে ২০২৫ সাল ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
আথারটনের সঙ্গে একমত হলেও, বিশ্বকাপ থেকে স্টোকসের সরে যাওয়াটা ইংল্যান্ডের জন্য ধাক্কা বলে জানান হুসেইন। তিনি বলেন, ‘এটা অবাক করার মতো নয় কিন্তু এটা কিছুটা ধাক্কার মত। আপনি সবসময় বড় ম্যাচের খেলোয়াড়কে দলে চাইবেন। ৫০ ওভারের বিশ্বকাপ মোটেও ভালো যায়নি ইংল্যান্ডের। রব কি এবং নির্বাচকরা কিছুটা পরিবর্তন করতে চাইবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post