স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮১ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ওভালে বুধবার প্রথমে ব্যাটিং করে ৪৮.১ ওভার ব্যাট করে ৩৬৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ১৩ ওভার বাকি থাকতে ১৮৭ রানের গুটিয়ে যায় কিউইরা।
ডেভিড মালানের সঙ্গে বেন স্টোকস গড়েন ১৬৫ বলে ১৯৯ রানের জুটি। আর নিজে খেললেন রেকর্ডগড়া ইনিংস। স্টোকস করেছেন ১২৪ বলে ১৮২ রান, পরে পুরো নিউজিল্যান্ড দল মিলে করতে পেরেছে ১৮৭ রান। ১৮১ রানের বিশাল জয়ে ৪ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
৪৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস। এছাড়া দারুণ ইনিংস খেলেছেন ডেভিড মালান। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার ৯৫ বলে ৯৬ রান করেন ১২ চার ১ ১ ছক্কায়। বাঁহাতি স্টোকসের ইনিংসে সব মিলিয়ে ছিল ১৫টি চার ও ৯টি ছক্কা। ইংলিশ ক্রিকেটের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস এটি। ওয়ানডে ক্যারিয়ারে স্টোকসের এটি চতুর্থ সেঞ্চুরি। তাঁর রেকর্ড গড়া ম্যাচে বোলাররাও দারুণ করেছেন।
ক্রিস ওকস-রিস টপলি কোমর ভেঙে দেন রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ব্যাটিং লাইনের। ১০০ রানের আগেই শীর্ষ ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে কিউইরা। ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসনকে নিয়ে ব্যবধান কমানোর চেষ্টাই করেছেন ফিলিপস। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন নেন ৩টি করে উইকেট। মিডল অর্ডারে গ্লেন ফিলিপস ৭৬ বলে ৭২ রানে হারের ব্যবধান কমায় শুধু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post