স্টোকস-হার্দিক বিশ্বমানের অলরাউন্ডার, তাদের যত্ন নেয়া উচিতঃ ক্যালিস

0
79

স্পোর্টস ডেস্কঃ বর্তমান বিশ্বের অন্যতম দুই সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের বেন স্টোকস ও ভারতের হার্দিক পান্ডিয়া। দুজনই পেস বোলিং অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে প্রমাণ করে এখন দাপটের সাথে চলছেন দুজন।

এই দুই ক্রিকেটারে মুগ্ধ সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি জানিয়েছেন, দুজনই বিশ্বমানের অলরাউন্ডার। আর তাদের যত্ন নেওয়া উচিত। বিশ্ব ক্রিকেটে এই দুই অলরাউন্ডারের লড়াই দেখার জন্য মুখিয়ে তিনি।

ক্যালিস বলেন, ‘দুজনই বিশ্বমানের অলরাউন্ডার। অলরাউন্ডার এমন একটি জিনিস, যার যত্ন নেওয়া উচিত। তারা খুব বেশি আসে না। আমি নিশ্চিত যে তারা দলের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। এটা তাদের দুজনের জন্যই দারুণ একটি লড়াই।’

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত বড় কিছু জিততে পারেননি হার্দিক। তবে বড় ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন অনেকবারই। এদিকে স্টোকস জিতেছেন বিশ্বকাপ। বড় ম্যাচগুলোতে পারফর্ম করার পাশাপাশি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here