স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার আদিল রশিদ ধার্মিক মানুষ। তিনি এবছর হজ পালন করছেন। পবিত্র হজ পালনের জন্য ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজে তিনি খেলছেন না। ইতিমধ্যে তিনি পবিত্র নগরীতে গিয়ে পৌঁছেছেন। তাঁর সঙ্গে হজে গিয়েছেন স্ত্রী
আদিল রশিদ আগেই ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির কাছে পবিত্র হজের জন্য ছুটি চান। বোর্ড তার ছুটি মঞ্জুর করে। এরপর তিনি গত ২৫ জুন শনিবার হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ভারত ও ইংল্যান্ড আজ এজবাস্টন টেস্টে মাঠে নামছে। টেস্টে এমনিতেই নেই রশিদ। এরপর শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-২০ সিরিজেও খেলবেন না তিনি।
হজ পালন শেষে জুলাইয়ের মাঝামাঝিতে ফিরবেন আদিল রশিদ। ইংলিশ এই লিগ স্পিনার জানিয়েছেন উপযুক্ত সময়েই তিনি হজ পালন করছেন এবং এজন্য ছুটি দেওয়ায় ইসিবির প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। জানিয়েছেন, ইসলাম ও মুসলমানের জন্য হজ একটি বড় বিষয়।
হজে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে লেগ স্পিনার আদিল রশিদ বলেন, ‘আমি অল্প সময়ের জন্য এটা করতে চাচ্ছি।, কিন্তুু সময়ের সঙ্গে সামঞ্জস্য বিধান করা কঠিন হয়ে যাচ্ছে। এ বছরই আমি অনুভব করি এটি (হজ) করতে হবে এবং আমি তা করতেও চাই।’
ইসলাম ও মুসলমানের জন্য হজ একটি বড় বিষয় জানিয়ে ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ আরো বলেন, ‘এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিটি ধর্মবিশ্বাসের কিছু নিজস্ব বিষয় থাকে। ইসলাম ও মুসলমানের জন্য হজ অনেক বড় একটি বিষয়। এটি আমার জন্য, আমার বিশ্বাসের জন্য একটি বড় বিষয়। আমি জানি আমার যৌবন, শক্তি ও শারীরিক সামর্থ্য থাকতেই এটা আমার করা উচিত। এটা আমি করব বলে নিজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ।’
নিজ বোর্ড ইসিবি ও ইয়র্কশায়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলেছি এবং তারা আমার পরিস্থিতি বুঝতে পেরেছে। তারা আমাকে উৎসাহ দিয়েছে এভাবে, “হ্যাঁ, তোমার যেটা করতে হবে সেটা তুমি করো এবং তখন ফিরে আসো।” আমি ও আমার স্ত্রী হজে যাচ্ছি এবং সেখানেও আমরা কয়েক সপ্তাহ থাকব।।’
৭ জুলাই প্রথম টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সিরিজটি। ৯ জুলাই অনুষ্টিত হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। ১০ জুলাই হবে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০ ম্যাচটি। প্রথম ম্যাচটি সাউদাম্পটনে, দ্বিতীয় ম্যাচটি বার্মিংহামে ও শেষ টি-২০ ম্যাচটি হবে নটিংহ্যামে। এরপরই শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ওভালে অনুষ্টিত হবে ১২ জুলাই। লর্ডসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে ১৪ জুলাই। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ১৭ জুলাই ম্যাঞ্চেস্টারে অনুষ্টিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০