স্থানীয় প্রতিষ্ঠানের ক্ষোভের মুখে দক্ষিণ আফ্রিকার ‘মিনি আইপিএল’

0
55

স্পোর্টস ডেস্কঃ নতুন টি-টোয়েন্টি লিগ শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আগামী বছরের শুরু থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজিত হতে যাওয়া সেই টুর্নামেন্টের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে চূড়ান্ত হয়ে গেছে দলগুলোর মালিকানা। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়েছে মালিকদের।

টুর্নামেন্টের ছয়টি দলের সবগুলোই কিনে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেই ফ্র্যাঞ্চাইজিগুলো শহরও চূড়ান্ত করা হয়ে গেছে। অনেকটা ‘মিনি আইপিএল’ বলা যায়। আর এতেই নাখোশ স্থানীয়রা। সব দলই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিয়ে যাওয়ায়, স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।

যাদেরই একটি প্রতিষ্ঠান হার্মিস স্পোর্টস ভেঞ্চার্স লিমিটেড। দল কিনতে না পেরে সিএসএর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠান কিনতে চেয়েছিল প্রিটোরিয়ার ফ্র্যাঞ্চাইজি। অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে এটি ২৫ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের মালিকাধীন প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টস।

কিন্তু হার্মিস স্পোর্টসের দাবি, এই দল কেনার জন্য সব ধরনের সুযোগই ছিল। এমনকি সিএসএ আশ্বস্তও করেছিল তাদেরকে, দল দেওয়ার ব্যাপারে। কিন্তু সেটি হয়নি। এছাড়াও জানায়, স্থানীয়দের জন্য নিলামে কিছু ছিল না। একইসাথে লাভের উপায় সম্পর্কেও স্পষ্ট করে বলা হয়নি।

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গণমাধ্যম র‍্যাপপোর্ট নিউজপেপারকে একটি সূত্র বলেছে, ‘টুর্নামেন্টকে ঘিরে প্রত্যাশা ছিল, স্থানীয় কিছু মালিকানা থাকবে। তবে স্থানীয়দের জন্য নিলামে কিছু ছিল না। এছাড়া তারা বুঝতে পারেনি কীভাবে এখান থেকে লাভের মুখ দেখবে। যে কারণে দলে কেনার জন্য জোর দেয়নি।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার এই লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক প্রতিষ্ঠান রিলায়েন্স কিনে নিয়েছে কেপ টাউনের ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের মালিক কিনেছে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি। এই দুই দল কিনতে সর্বোচ্চ ২৮ মিলিয়ন ডলার করে খরচ করেছে প্রতিষ্ঠান দুটি।

এছাড়া দিল্লি ক্যাপিটালসের মালিকাধীন প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টস কিনে নিয়েছে প্রিটোরিয়ার মালিকানা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি কিনেছে ডারবানের ফ্র্যাঞ্চাইজি, সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক প্রতিষ্ঠান সান টিভি কিনেছে পোর্ট এলিজাবেথ ও রাজস্থান রয়্যালসের মালিক প্রতিষ্ঠান রয়্যালস স্পোর্টস গ্রুপ কিনেছে পার্লের মালিকানা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here