স্পোর্টস ডেস্কঃ গত মৌসুমে নাপোলিকে শিরোপা উপহার দেয়া লুসিয়ানো স্পালেত্তি এখন ইতালি জাতীয় দলের নতুন কোচ। রবার্তো মানচিনির পদত্যাগের পর স্পালেত্তিকে দায়িত্ব দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সাবেক নাপোলি কোচের প্রথম পরীক্ষা চলতি মাসে- ইউরো বাছাইয়ে খেলবে ইতালি। আগামী ৯ সেপ্টেম্বর উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ১২ সেপ্টেম্বর মিলানে ইউক্রেনের বিপক্ষে খেলবে।
আসন্ন ইউরো বাছাইয়ের আগে দল ঘোষণা করেছেন ইতালির কোচ স্পালেত্তি। দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক লিওনার্দো বনুচ্চি, মার্কো ভেরাত্তি ও জর্জিনহো। গত বছর জর্জিও চিয়েলিনের অবসরের পর রবার্তো মানচিনির অধীনে আজ্জুরিদের অধিনায়ক মনোনীত হয়েছিলেন বনুচ্চি। কিন্তু এবার তাকে বিবেচনা করেননি স্পালেত্তি।
বাছাইপর্বে এ পর্যন্ত দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ইতালি। চার ম্যাচে শতভাগ জয়সহ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইতালি ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারের পর মাল্টাকে ২-০ গোলে পরাজিত করেছে। এবার তাদের সামনে উত্তর মেসিডোনিয়া ও ইউক্রেন।
ইতালি স্কোয়াড-
গোলরক্ষক: গিয়ানলুইগি ডোনারুমা, এ্যালেক্স মেরেত, ইভান প্রোভেডেল ও গুগলেইলমো ভিকারিও।
ডিফেন্ডার: আলেহান্দ্রো বাস্তোনি, ক্রিস্টিয়ানো বিরাগি, নিকোলো কাসালে, মাত্তেও ডারমিয়ান, গিওভানি ডি লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, গিয়ানলুকা মানচিনি, এ্যালেসিও রোমাগনোলি, গিওর্গিও স্কালভিনি ও লিওনার্দো স্পিনাজ্জোলা।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্টান্টে, ডেভিড ফ্রাত্তেসি, ম্যানুয়েল লোকাত্তেলি, লোরেঞ্জো পেল্লেগ্রিনি, মাত্তেও পেসিনা ও সান্দ্রো টোনালি।
ফরোয়ার্ড: ফেডেরিকো চিয়েসা, উইলফ্রিড জিনোনটো, সিরো ইমোবিলে, মাত্তেও পলিটানো, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই, মাত্তিয়া জাকাগনি ও নিকোলো জানিয়েলো।
Discussion about this post