স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। নিজেদের দেশে পাকিস্তান এ নিয়ে ২৭টি টেস্ট হারল। কিন্তু ১০ উইকেটে হার এই প্রথম।
পিচে ঘাস থাকায় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ভেবেছিল, এটি পেস সহায়ক হবে। তাই দলের স্বীকৃত কোনো স্পিনার না রেখে চার পেসার নিয়ে একাদশ সাজায় স্বাগতিকেরা। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর উইকেট ধীরে ধীরে মন্থর হয়ে পড়ে। পেসাররা উইকেট থেকে কোনো ধরনের গতি ও বাউন্স পাননি।
এদিকে একাদশে কোনো স্পিনার না রাখার সিদ্ধান্ত বোধগম্য হচ্ছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পার্থ আর ব্রিসবেনেও তো চার পেসার খেলায় না। আপনার তো বিশেষজ্ঞ স্পিনার লাগবে। হ্যাঁ, স্পিনার ছিল, সে (আগা সালমান) ৪৩ ওভার বোলিং করে কোনো উইকেটই পায়নি। সে ভালো বোলার। কিন্তু অন্য প্রান্ত থেকে তো সমর্থন লাগবে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে। অধিনায়কত্ব ভালো ছিল, পরিকল্পনা ভালো ছিল। আর আমাদের অধিনায়ককে দেখুন। সে যদি রান না করে—ব্যাটিং থেকেই তো আসলে বেরোতে পারছে না, তাই না?’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০