স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের সাবেক ক্রিকেটার, জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমদের সাথে এখনি সম্পর্কের শেষ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন, চুক্তি নবায়ন হতে পারে।
বিশ্বকাপের জন্য বিশ্বকাপ পর্যন্ত এই কোচ বিসিবির সঙ্গে কাজ করার চুক্তি ছিলো। বিশ্বকাপ শেষে তাই মুশতাক চলে যাচ্ছেন এমন খবর আসে। তবে বিসিবির সিইও জানিয়েছেন, চুক্তি নবায়নের বিষয়ে কথা বলা হচ্ছে।
বিসিবিকে মুশতাক সময় দেবেন জানিয়ে সিইও নিজাম উদ্দীন সুজন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মুশতাক আহমদের সাথে টি-২০ বিশ্বকাপ বিবেচনা করেই আমরা চু্ক্তি করেছিলাম। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু কমিটমেন্ট আছে। এর মধ্যে যে সময়টা ফাঁকা থাকবে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে।এছাড়াও তার সাথে আমাদের দীর্ঘ মেয়াদে চুক্তির বিষয়ে কথা হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post