স্পোর্টস ডেস্ক: সাকিব-মিরাজের বোলিং জাদুতে লড়াইয়ে ঠিকে রয়েছে বাংলাদেম। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ড ২২৮ রানেই হারিয়েছে ৮ উইকেট। লিড নিয়েছে ২৭৩। ২টি উইকেট হাতে নিয়ে আগামিকাল চতুর্থ দিন আবারো ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
আগামিকাল রোববার সকালেই বাংলাদেশ যদি ইংল্যান্ডের বাকী ২টি উইকেট হারিয়ে লিডকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ।
সেই পথে স্বাগতিকদের বিপদটাই বেশি। আট উইকেটে ২২৮ রান করে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। দুই উইকেট হাতে রেখে এরই মধ্যে ২৭৩ রানের লিড নিয়ে নিয়েছে ইংল্যান্ড।
এর আরগে দ্বিতীয় পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান করে দিন শেষ করেছিল মুশফিকুর রহিমের দল। সেখান থেকে আর মাত্র ২৭ রান করতেই বাকি পাঁচটি উইকেট হারিয়ে বসে। বেন স্টোকস চারটি, মঈন আলী তিনটি ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসেই ৪৫ রানের লিডের সুবাদে স্বস্তিতেই ছিল ইংল্যান্ড। লাঞ্চে যাওয়ার আগে ২৮ রান করতে না করতেই তিনটি উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ৬২ রানে পড়ে পাঁচটি উইকেট।
এরপর বেন স্টোকস জুটি বাঁধেন জনি বেয়ারস্টোর সাথে। ষষ্ঠ উইকেট জুটিতে এই দু’জন মিলে যোগ করেন ১২৭ রান। বেন স্টোকস ৮৫ রান করেন। আর তিন রানের জন্য হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হন বেয়ারস্টো।
সাকিব আল হাসান পাঁচটা উইকেট নিলেন আবার। টেস্ট ক্যারিয়ারে ১৫ তম বারের মত এই কীর্তি গড়লেন আবার। প্রথম বাংলাদেশি হিসেবে হয়ে গেলেন ১৫০-এর বেশি টেস্ট উইকেটের মালিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০