স্পিন প্রতিরোধে সাকলাইনের শরণাপন্ন ইংলিশরা

0
34

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে চট্টগ্রামে বাংলাদেশের স্পিনারদের মোকাবেলায় লড়াই করতে হয়েছে ইংলিশদের। ইংলিশদের ২০ উইকেটই তুলে নিয়েছিলেন টাইগার বোলাররা। যার মধ্যে ১৮টি উইকেটই নিয়েছেন স্পিনাররা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি খেলেই ভারতের উদ্দেশে রওয়ানা দেবে ইংল্যান্ড। সেখানে ৫টি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংলিশরা।

সেখানে তাদের বড় প্রতিপক্ষ হতে পারে ভারতের স্পিন। বাংলাদের মত ভারতও ইংলিশদেরকে স্পিন দিয়ে কাবু করতে পারে। তাই এবার আগেভাগেই ‘সতর্ক’ ইংলিশরা দ্বারস্থ হচ্ছে কিংবদন্তী স্পিনার সাকলাইনের।

সফরে ভারতের বিপক্ষে কাজ করবেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। ইংলিশ স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। বোলিং পরামর্শক হিসেবে মেয়াদটা শুধুই টেস্ট সিরিজকে সামনে রেখে মাত্র ১৫ দিনের। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের আগে সাকলাইন কাজ করেছেন ইংলিশ স্পিনারদের নিয়ে।

৯ নভেম্বর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। সাকলাইন ০১ নভেম্বর ভারতে পৌঁছবেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আশা করছে ভারতের উইকেট স্পিনবান্ধব হবে। আর সে লক্ষ্যেই পুনরায় সাকলাইনকে স্মরণ করেছে ইংলিশরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here