স্পোর্টস ডেস্ক:: পারলো না ইংল্যান্ড। ভারতের স্পিন বিষেই শেষ ইংলিশরা। দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদ্বীপ যাদবের জাদুতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার ভারত। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকার সঙ্গী হলো ভারত।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করা ভারত রোহিত শর্মার হাফ সেঞ্চুরি ও সুরাইয়া কুমারের হাফসেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে ১৭১ রান তুলে ফেলে। বড় ম্যাচে বড় লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ড ভারতের স্পিন বিষে নীল হয়ে যায়। মাত্র ১০৩ রানের থামে তাদের ইনিংস।
১৭২ রানের বড় লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখেন ভারতীয় বোলাররা। অক্ষর প্যাটেল ও কুলদ্বীপ যাদবদের দুর্দান্ত বোলিং তোপে উইকেটে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকেন। ব্যাট হাতে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন অধিনায়ক জস বাটলার, হ্যারি ব্রুকসরা। তবে তা কাজে আসেনি।
ইংলিশদের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেছেন হ্যারি ব্রুকস। ১৯ বলের ইনিংসে তিন বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। চার চারে ১৫ বলে ২৩ রান করেছেন অধিনায়ক জস বাটলার। দুই ছয় আর এক চারে ১৫ বলে ২১ রান করেছেন জোফ্রা আর্চার। ১১ রান এসেছে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ। ইংল্যান্ডকে তাই ১৬.৪ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যেতে হয়।
ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ২টি, অক্ষর প্যাটেল ও কুলদ্বীপ যাদব ৩টি করে উইকেট লাভ করেন।
গায়ানায় টস হেরে ব্যাট করতে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মা ও সুরাইয়া কুমার যাদবের ব্যাটে সাত উইকেটে ১৭১ রানের বোঝা চাপিয়ে দেয় ইংলিশদের কাঁধে। ছয় চার ও দুই ছলে ৩৯ বলে ৫৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত। সুরাইয়া কুমার হাফ সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে ফিরেন প্যাভেলিয়নে। ৩৬ বলে চার চারে ও দুই ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।
দুই ছক্কা ও এক চারে হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ রানের ইনিংস আর দুই চারে ৯ বলে জাদেজার ১৭ রানের ইনিংসের সঙ্গে এক ছয়ে ছয় বলে অক্ষর প্যাটেলের ১০ রানের সুবাদে ভারত ৭ উইকেটে ১৭১ রানে থামে।
ইংলিশদের হয়ে ক্রিস জর্ডান তিনটি, জোফা আর্চার, স্যাম কারান ও আদিল রশিদরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post