স্পেনকে ২ লাখ ২০ হাজার ডলার জরিমানা করলো ফিফা

0
20

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২ লাখ ২০ হাজার মার্কিন জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কম বয়সী খেলোয়াড়দের ট্রান্সফার সংক্রান্ত জটিলতায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে এ জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা জানিয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে রিয়াল কম বয়সী খেলোয়াড় নিয়ে এই ধরনের চুক্তি করেছিল। বর্তমানে খেলোয়াড় চুক্তি বিষয়ে রিয়াল ও অ্যাথলেটিকোকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আগামী বছর ২০১৬-১৭ মৌসুম শেষে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। দুটি ক্লাবই স্পোর্টসের সর্বোচ্চ আইনি সংস্থা কোর্ট অব আরবিট্রেশনে এ ব্যপারে আপিল করেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বিবা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here