স্পোর্টস ডেস্কঃ গত মাসে ফিফা নারী বিশ্বকাপের ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে বিতর্কিত ঘটনার জন্ম দেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে ‘ভাইরাল’ হয়েছিলেন রুবিয়ালেস।
সেদিন পুরষ্কার বিতরণের সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য। রুবিয়ালেসের বিতর্কিত কাণ্ডে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা স্পেন। তাঁর বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার দাবি তোলেছেন ভুক্তভোগী হারমোসো। এবার তিনি মামলা করলেন স্পেনের একটি আদালতে।
হারমোসো স্পেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে গতকাল (মঙ্গলবার) এই অভিযোগ দায়ের করেন। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিসিবি এবং মুন্দো দিপার্তিবো। এদিকে ভুক্তভোগী হারমোসো এ ঘটনায় জানান, সম্মতি ছাড়াই এই কাজ করেছেন রুবিয়ালেস।
তবে স্পেন ফুটবলের সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। পদত্যাগের জোর দাবির মুখেও নিজেকে নির্দোষ দাবি করেন। পরবর্তীতে তার পদত্যাগ চেয়ে বিশ্বচ্যাম্পিয়ন ২৩ ফুটবলারসহ স্পেনের ৮১ নারী ফুটবলার খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০