স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড ইয়ামালের

0
55

স্পোর্টস ডেস্কঃ ইউরো বাছাইয়ের ম্যাচে গত রাতে জর্জিয়ার বিপক্ষে খেলেছে স্পেন। ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েন বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা লামিন ইয়ামাল। ১৬ বছর ৫৭ দিন বয়সে খেলতে নেমে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেক হয় তাঁর।

স্পেনের কনিষ্ঠতম ফুটবলারের তকমা নিয়ে মাঠে নেমে তিনি রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন ইয়ামাল। ৭৪ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করেন তিনি। তাতে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের রেকর্ড নিজের করে নেন বার্সেলোনায় খেলা তরুণ মিডফিল্ডার।

ইউরো বাছাই পর্বে জর্জিয়াকে তাদের মাঠেই ৭-১ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশরা। ‘এ’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধের শেষদিকে মাঠে ঢোকেন মাত্র ১৬ বছর ৫৭ দিন বয়সী ইয়ামাল। ৪৪তম মিনিটে তাকে নামানো হয় দানি অলমোর বদলি হিসেবে। আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের দিনটিকে তিনি আরও স্মরণীয় করে রাখেন দ্বিতীয়ার্ধ গোল করে।

ম্যাচটিতে হ্যাটট্রিক গোল করেছেন স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাতা। ইয়ামাল ছাড়াও একটি করে গোল করেছেন দানি ওলমো ও নিকো উইলিয়ামস। অপর গোলটি ছিল আত্মঘাতী, করেছেন জর্জিয়ার ডিফেন্ডার সলোমন কেভির্কভেলিয়া। আর জর্জিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন জর্জি চকভেটাজ। বড় জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে টেবিলের দুইয়ে উঠে এল স্পেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here