স্পোর্টস ডেস্কঃ ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। ফুটবলের অন্যতম জনপ্রিয় আসরের গ্রুপ পর্ব ও শেষ ষোলোর লড়াই শেষ। এখন শুরু হওয়ার অপেক্ষায় কোয়ার্টার ফাইনালের ম্যাচ। শিরোপার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে ৮টি দল। শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে হাড্ডাহাড্ডি সব ম্যাচ হবে।
কোয়ার্টার ফাইনালের শুরুতেই মুখোমুখি হবে আসরের দুই হট ফেবারিট জার্মানি ও স্পেন। সাবেক চ্যাম্পিয়নদের ম্যাচটি শুক্রবার রাত ১০টায় শুরু হবে। স্টুটগার্ট অ্যারেনায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। এই ম্যাচ শেষেই দুই ফেবারিটের যেকোনো এক দলকে বলতে হবে নিশ্চিত বিদায়।
একইদিন রাত ১টায় কোয়ার্টার ফাইনালের আরেক হাইভোল্টেজ ম্যাচ। যেখানে মুখোমুখি হবে ফ্রান্স ও পর্তুগাল। কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। তবে হামবার্গে অনুষ্ঠিত ম্যাচটিতে যেকোনো এক দলের বিদায় ঘন্টা বেজে যাবে।
ডুজেলজর্ফে শনিবার রাত ১০টায় কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। যারা কি-না শেষ ষোলোতে ইতালিকে বিদায় করে নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে।
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটিতে মুখোমুখি লড়াইয়ে নামবে নেদারল্যান্ডস আর তুরষ্ক। শনিবার রাত ১টায় বার্লিনে অনুষ্ঠিত হবে শেষ আটের ম্যাচটি। যারাই জিতবে নাম লেখাবে সেমি ফাইনালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post