স্পেন-জার্মানির লড়াইয়ে শুরুর একাদশে আছেন যারা

0
58

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে আজ হারলে টানা দ্বিতীয় বার গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়বে জার্মানি। রোববার দুই জায়ান্টের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে দু’দল।

কোস্টা রিকার বিপক্ষে বড় জয়ে আসর শুরু করা স্পেন আজ জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোতে। অন্যদিকে জাপানের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল জার্মানদের বিশ্বকাপ। স্প্যানিশদের কাছে আজ হারলে বিদায়ের পথ ধরতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপে এর আগে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। যেখানে জামার্নি তিন ম‌্যাচে ও স্পেন এক ম‌্যাচ জিতেছে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেই ম‌্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে স্পেন ফাইনালে উঠেছিল।

জার্মান একাদশ: ম্যানুয়েল ন্যয়ার, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, থিলো কেহেরার, নিকলাস সুয়েলে, জোশুয়া কিমিচ, ইল্কে গুনডোগান, জামাল মুসিয়ালা, টমাস মুলার, লিওন গোরেৎজকা ও সার্জ জিনাব্রি।

স্পেন একাদশ: উনাই সিমন, দানি কারভাহাল, অ্যামেরিক লাপোর্তে, রদ্রি হার্নান্দেজ, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, গাভি, পেদ্রি গঞ্জালেজ, ফেরান তরেস, মার্কো অ্যাসেনসিও ও দানি ওলমো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here