স্পোর্টস ডেস্কঃ লামিন ইয়ামাল। বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় অভিষেক হওয়া এই ফুটবলারের জন্ম স্পেনে, ২০০৭ সালের ১৩ জুলাই। তাঁর বাবা মরক্কোর, মা গিনির। তবে ইয়ামাল বেড়ে উঠেছেন স্পেনে। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় তার পা পড়ে ছোট্ট বেলাতেই।
বার্সেলোনার হয়ে অভিষেকের পর রেকর্ড গড়া ইয়ামাল এখন স্পেন দলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর বাছাই পর্বের ম্যাচের জন্য স্পেন দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বার্সার এই বিস্ময় বালক। মাত্র ১৬ বছর বয়সী ইয়ামাল অবশ্য চাইলে অন্য দুই দেশের হয়ে খেলতে পারেন।
বাবার দেশ মরক্কোর ও মায়ের দেশ গিনির হয়ে খেলার সুযোগ আছে ইয়ামালের। তবে প্রথমবার কোনো জাতীয় দলে খেলতে স্পেনকে বেছে নিলেন এই তরুণ। আগামী ৮ সেপ্টেম্বর জর্জিয়া এবং এর চার দিন পর সাইপ্রাসের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে স্পেন। এরমধ্যেই একটি জয় এবং একটি পরাজয় দিয়ে এ অভিযান শুরু করেছে লা রোজারা।
ইউরো বাছাইয়ে স্পেন স্কোয়াড-
গোলরক্ষক: উনাই সিমন, কেপা আরিজাবালাগা, দাভিদ রায়া
ডিফেন্ডার: দানি কারভাহাল, সিজার আজপিলিকুয়েতা, রবিন লে নরম্যান্দ, দাভিদ গার্সিয়া, পাউ তরেস, আইমেরিক লাপোর্তে, আলেহান্দ্রো বলদে, হোসে গায়া
মিডফিল্ডার: রদ্রিগো হার্নান্দেজ, গাভি, মিকেল মেরিনো, মার্তিন জুবিমেন্দি, অ্যালেক্স বেনা, ফ্যাবিয়ান রুইজ
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, হোসেলু মাতো, মার্কো অ্যাসেনসিও, দানি ওলমো, নিকো উইলিয়ামস, আবেল রুইজ, লামিন ইয়ামাল।