স্পোর্টস ডেস্কঃ স্পেন নারী দলকে বিশ্বকাপ জেতানো কোচ হোর্হে ভিলদাকে বরখাস্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এদিকে ভিলদার জায়গায় মন্তসে তোমে’কে কোচ নিয়োগ করা হয়েছে।
তোমে ২০১৮ সাল থেকে জর্জ ভিলদার সহকারী হিসেবে কাজ করছিলেন। দলের সঙ্গে দারুণ কাজ করে তিনি হেড কোচ হওয়ার সামর্থ্য দেখিয়েছেন বলে রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে জানিয়েছে। এদিকে বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘আমরা তাঁর (ভিলদা) অনবদ্য ব্যক্তিত্ব ও খেলা পরিচালনার দক্ষতাকে সম্মান জানাই, যা স্পেন নারী দলের উল্লেখযোগ্য প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। আমরা তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’
স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার জেনি হারমোসোকে চুমু দিয়ে বিতর্কিত হন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। তাকে সকলে সমালোচনা করলেও সমর্থন দেন বিশ্বকাপ জয়ী কোচ ভিলদা। রুবিয়ালেস সেজন্য তাকে চুক্তি নবায়ন করার প্রস্তাবও দেন। কিন্তু তাতে শেষ পর্যন্ত লাভ হলো না। চাকরি হারাতে হলো ভিলদার। স্প্যানিশ এই কোচ ২০১৫ সাল থেকে স্পেন জাতীয় নারী দলের ডাগ আউটে ছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০