স্পোর্টস ডেস্কঃ স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না। শনিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এর আগে এবারের নারীদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর রুবিয়ালেস পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে ‘ভাইরাল’ হন। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য।
রুবিয়ালেসের বিতর্কিত কাণ্ডে ক্ষোভে ফুঁসছে গোটা স্পেন। তাঁর বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার দাবি তোলেছেন ভুক্তভোগী হারমোসো। এদিকে রুবিয়ালেস পদত্যাগ না করায় ক্ষুব্ধ স্পেনের হয়ে এবারের নারী বিশ্বকাপে খেলা বার্সেলোনার তারকা অ্যালেক্সিস পুতেয়াস।
স্পেনের সাবেক ও বর্তমান ফুটবলারদের চরম ক্ষোভের মুখে পড়েছেন রুবিয়ালেস। এবার তাঁকে সাময়িক নিষিদ্ধ করেছে ফিফা। সংস্থাটির শৃঙ্খলা কমিটির সভাপতি জর্জ ইভান পালাসিও আজ রুবিয়েলেসকে ফুটবল সম্পর্কিত সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই স্থগিতাদেশ ২৪ আগস্ট থেকে শুরু করে পরবর্তী ৯০ দিনের জন্য দেয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক। এ দিকে পূর্ণাঙ্গ বিচারের আগে বিষয়টি নিয়ে আর কথা বলবে না বলেও জানিয়েছে ফিফা।
একইসঙ্গে ফুটবলার হেনিফার হারমোসোর সঙ্গে লুইস রুবিয়ালেসের সব ধরণের যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ফিফা। এমনকি তৃতীয় কোনো পক্ষ দিয়ে এই ধরণের চেষ্টা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। স্পেনের ফুটবল প্রধানের এই শাস্তি ও নিষেধাজ্ঞার বিষয়টি স্পেনের ফুটবল ফেডারেশন ও উয়েফাকে জানিয়েছে ফিফা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০