স্প্যানিশ ‘পাস মাস্টার’র সঙ্গে আরো তিন বছরের চুক্তি ম্যানসিটির

0
10

স্পোর্টস ডেস্ক:: এমনিতেই চুক্তির মেয়াদ ছিলো আরো বছর দুই। তার আগেই আরো তিন বছরের জন্য স্প্যানিশ ‘পাস মাস্টার’ খ্যাত রদ্রিগো হার্নান্দেসের সাথে চুক্তি করে ফেলেছে ম্যানচেস্টার সিটি।

আগামি ২০২৪ সাল পর্যন্ত এই স্প্যানিশ তারকার সাথে ম্যানচেস্টার সিটির চুক্তি ছিলো। কিন্তুু তার আগেই ২০২২ সালেই সিটি এই তারকার সাথে চুক্তি নবায়ন করেছে ২০২৭ সাল পর্যন্ত। মেয়াদ বাড়িয়ে নিয়েছে আরো তিন বছর। সিটিজেনরা এক চুক্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১৯ সালে সিটিতে এসেছিলেন রদ্রি। এরপর সিটির গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেন তিনি। ধীরে ধীরে নিজেকে পেপ গার্দিওলার প্রিয়পাত্রে পরিণত করেন। দারুণ গতি, পাসিং-ড্রিবলিং আর গোলের দক্ষতায় সকলের নজর কাড়েন রদ্রি।

সিটিজেনদের হয়ে দুর্দান্ত খেলা উপহার দেন। সতীর্থদের ৯০ ভাগ পাসই দেন সঠিক সময়ে, সঠিক জায়গায়। স্প্যানিশ এই তারকার নামের সঙ্গে তাই যুক্ত হয়ে যায় ‘পাস-মাস্টার’। গত বছরে ক্লাবটির হয়ে ১৫১টি ম্যাচ খেলছেন। রদিগ্রো ক্লাবের সব সাফল্যে বড় অবদান রাখেন। ২০২০ সালে কারাবো কাপের ফাইনালে গোলে করে ম্যানসিটিকে জেতান তিনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে তার ক্লাব জিতেছিলো ২-১ গোলে। জয় সূচক গোলটি আসে তার পা থেকে।

২০২০-২১ মৌসুমে সিটি প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। লিগ কাপের শিরোপা ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠে দলটি। এসব অর্জনে দারুণ ভূমিকা রাখেন রদ্রি। যার পুরস্কার পেলেন তিনি। ক্লাবটি বছর দুই হাতে রেখেই আরো তিন বছরের জন্য চুক্তি করেছে তার সাথে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here