স্বদেশী আলভারোর গোলে হার দেখলেন মায়ামির মেসি

0
797

স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। খেলতে পারেন নি ইন্টার মায়ামির হয়ে একাধিক ম্যাচে। পায়ের পুরনো চোটে ক্লাবের সবশেষ চার ম্যাচে দেখা যায় নি ৩৬ বছর বয়সী তারকাকে। তবে রোববার স্বস্তির খবর দিলেন মেসি। বদলি হিসেবে নামলেন মায়ামির ম্যাচে।

মেজর লিগ সকারে রোববার সকালে এফসি সিনসিনাতির বিপক্ষে খেলেছে মায়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামের এই ম্যাচে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তবে বিশ্বকাপজয়ী এই মহাতারকার ফেরার ম্যাচেও হার এড়াতে পারল না মায়ামি। সিনসিনাতির বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।

গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি। মায়ামির কোচ টাটা মার্তিনো থমাস আভিলেসকে মাঠ থেকে উঠিয়ে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে নামান। তবে মাঠে নেমে এবার আর দলকে উদ্ধার করতে পারেন নি তিনি। ৭৮ মিনিটে আলভারো বারিয়েল গোল করে এগিয়ে দেন সিনসিনাতিকে।

৭৮ মিনিটে হজম করা সেই গোল আর শোধ দিতে পারে নি মেসির মায়ামি। শেষ পর্যন্ত এই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ব্যবধান গড়ে দেওয়া গোলে নায়ক আর্জেন্টাইন বারিয়েল। এদিকে এই হারে প্লে-অফের স্বপ্ন শেষ মায়ামির। আগের রাউন্ডে শিকাগোর বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল তারা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here