স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে দিল উরুগুয়ে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ২-০ গোলে জিতেছে উরুগুইয়ানরা। রোনালদ আরাউহো গোল করার পর ব্যবধান বাড়ান দারউন নুনেজ। তাতে টানা জয়ে ছেঁদ পড়ল লিওনেল মেসিদের। টানা ১৪ জয়ের পর হারল তারা।
বুয়েন্স অ্যাইরসে পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে নিয়ে ১২টি শট মারে আর্জেন্টিনা, যার তিনটি ছিলো লক্ষ্যে। ৩৭ শতাংশ বল দখলে রেখে ৬ শটের ২টা লক্ষ্য রেখে দুইটাই গোলে ঢুকায় উরুগুয়ে। বাছাইপর্বে এবার ৬ষ্ঠ ম্যাচে গিয়ে প্রথম হার দেখল মেসির আর্জেন্টিনা। হারলেও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে উরুগুয়ে।
গত বছর কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে উড়ছিল আর্জেন্টিনা। তাদেরকে এবার মাটিতে নামাল উরুগুয়ে; আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার কৌশল মেলে ধরে। বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারল আর্জেন্টিনা।
উরুগুয়ের আর্জেন্টাইন কোচ বিয়েসলা দক্ষিণ আমেরিকার ফুটবল তো বটেই, ফুটবল বিশ্বেও সম্মানিত একটি নাম বিয়েলসা। স্বদেশির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘আপনি তাদের দলে তার (মার্সেলা বিয়েলসা) প্রভাব দেখতেই পাচ্ছেন। আর্জেন্টিনাসহ সব (জাতীয়) দল বা ক্লাবেই তার প্রভাব রয়েছে। তার একটা যাদু আছে। তারা খুব ভালো খেলেছে। আমাদের হারতেই হতো। এটা একটা পরীক্ষাও। এমনটা হতেই পারে এবং আমাদের ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post