স্পোর্টস ডেস্কঃ লর্ডসে বুধবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। যার ফলে সব আলো এখন এই তারকার দিকেই। তবে প্রথম দিনেই সেই আলোর পুরোটাই কেড়ে নিয়েছেন গাট অ্যাটকিনসন। এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে বুধবার।
আর নিজের প্রথম টেস্টের প্রথম দিনেই গড়েছেন নতুন ইতিহাস। ১২ ওভার বল করে ৫ মেইডেনসহ মাত্র ৪৫ রান খরচায় ৭ উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের ইতিহাসে অভিষেক টেস্টের সেরা বোলিং ফিগার। তার দুর্দান্ত বোলিংয়েই নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২১ রানে অলআউট হয়ে পড়ে ক্যারিবিয়ানরা। জবাবে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান। ৬৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
এমন স্বপ্নময় অভিষেকের কথা নিজেও কোনোদিন ভাবতে পারেননি অ্যাটকিনসন। নিজের রোমাঞ্চের কথা শুনিয়েছেন প্রথম দিনের খেলা শেষে। তিনি বলেন, ‘এখনও আমি এটা (ঘোর লাগা) থেকে বের হতে পারছি না। বোর্ডে আমি ফিগার দেখছিলাম, আর ভাবছিলাম ওয়াও। এটা অনেক সুন্দর একটি দিন। সকালেও কিছুটা চাপে ছিলাম। ঘুম থেকে উঠেই ভাবছিলাম আজকের দিন নিয়ে। কিছুটা আবেগি হয়ে পড়েছিলাম। ক্যাপ পড়ার সময় আমি পরিবারকে পাশে পেয়েছিলাম।’
অ্যাটকিনসন আরও বলেন, ‘এমন দিনে আমি আসলে চেয়েছিলাম সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকতে। এটা অসাধারণ ছিল। পাঁচ উইকেট নেয়া দুর্দান্ত ব্যাপার। আমি স্বপ্নেও ভাবিনি এমনটা। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে কয়েক ওভার করার পর আমি শান্ত হয়ে যাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post