স্বপ্নের ট্রেবলের পথে ম্যানচেস্টার সিটি

0
141

স্পোর্টস ডেস্ক:: পেপ গার্দিওয়ালার শিষ্যরা স্বপ্নের ট্রেবল জয়ের পথে। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতা সিটি এবার এফএ কাপেই শিরোপা জিতেছে। আগামি ১০ জুন ইস্তাম্বুলে স্বপ্নের শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারাতে পারলেই এক মৌসুমে তিন শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে হল্যান্ডদের। আর্সেনালকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি শনিবার এফএ কাপের ফাইনালে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার এফএ কাপের শিরোপা জিতলো সিটি। এ নিয়ে সপ্তমবার এই শিরোপা নিজেদের ঘরে তুললো দলটি। এবার দাঁড়িয়েছে অসাধারণ এক অর্জনের সামনে। ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই গার্দিওয়ালার হাতে উঠবে ট্রেবল।

রোমাঞ্চকর ফাইনালে ইলকায় গুন্দোয়ান চোখ জুড়ানো দু’টি গোল করেছেন। ম্যাচের ১ মিনিটের একটি গোলের সঙ্গে ৫১তম মিনিটের দ্বিতীয় গোল যেনো একটি অপরটির পিঠ। দুই অর্ধের দুই গোল হজম করা ম্যানইউ অবশ্য এক গোল শোধও দিয়েছে। তাতেই ২-১ গোলে এফএ কাফের শিরোপা সিটির।

ম্যাচের প্রথম মিনিটে বক্সের ডান পাশ থেকে ডান পায়ে দুর্দান্ত এক ভলিতে ম্যানইউর জালে বল পাঠান গুন্দোয়ান। শুরুতেই ১-০ গোলে লিড নেওয়া গার্দিওয়ালার শিষ্যরা অবশ্য লিড ধরে রাখতে পারেনি। নিজেদের ভুলেই সমতায় ফেরে দলটি।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে সিটির বক্সে জ্যাক গ্রিলিশের হাতে বল লাগে। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর)’র সাহায্যে পেনাল্টি বাঁশি দেন রেফারি। স্পট কিক থেকে বুনো ফার্নান্দেজ ম্যাচের স্কোর লাইন ১-১ করে ফেলেন। সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর গুন্দোয়ান লিড বাড়াতে বেশিক্ষণ দেরি করেননি। ম্যাচের ৫১তম মিনিটে জার্মান এই মিডফিল্ডার ডি ব্রুইনের ফ্রি কিক থেকে বল পেয়ে দারুণ এক শটে ম্যানইউর জালে পাঠাতে ভুল করেননি। তাতেই সিটি এগিয়ে যায় ২-১ গোলে। বাকীটা সময় এরিক টেন হাগের দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে হল্যান্ডরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here