নিজস্ব প্রতিবেদকঃ ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের পেসাররা ছড়িয়েছেন দ্যুতি। তবে সবাইকে ছাপিয়ে হাসান। তাঁর ৫ উইকেটের দিনে ৩ শিকার তাসকিন আহমেদের। বাকি দুইটি আরেক পেসার এবাদত হোসেনের। ৮.১ ওভারে ৩২ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন হাসান। এটিই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং স্পেল।
সিলেটে বৃহস্পতিবার আগে ব্যাট করে আয়ারল্যান্ড থেমেছে মাত্র ১০১ রানে। সর্বোচ্চ ৩৬ রান করেছেন কার্টিস ক্যাম্ফার। ৪৮ বলে ৪ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ২৮ রান করেছেন লর্কান টাকার। দলটির আর কেউ দুই অঙ্কের স্কোরও গড়তে পারেননি। আয়ারল্যান্ডের ১০ উইকেট ভাগ করে নিয়েছেন বাংলাদেশের পেসাররাই।
স্পিনার নাসুম আহমেদ মাত্র ৩ ওভার ও মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করেছেন। সাকিব আল হাসানকে বল হাতেই নিতে হয়নি। আট ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেলেন হাসান। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি। সবশেষ গত বছরের ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ডের ওপেনার স্টিফেন ডোহেনি পঞ্চম ওভারে ফিরে যান। হাসানের বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিয়ে ফিরেন ৮ রান করে। টিকতে পারেন নি পল স্টার্লিংও। ডোহেনির পর ইনিংসের নবম ওভারে হাসানের শিকার হন তিনি। ১ চারে ১২ বলে ৭ রান করেছেন আইরিশ তারকা। এরপর অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি-হ্যারি টেক্টরও ফিরে যান।
টেক্টর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। হাসানের ভেতরে ঢোকা ডেলিভারিতে সময় মতো ব্যাট নামিয়েছিলেন তিনি। কিন্তু তার ব্যাটে লাগার আগে ছুঁয়ে যায় সামনের প্যাড। এরপর রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। আর রিভিউতে সফল হলে আরেকবার উৎসবে মাতেন ফিল্ডাররা।
টেক্টরের পরই আউট হন অধিনায়ক বালবার্নিও। উইকেট শিকারে যোগ দেন তাসকিন। এই পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক বালবার্নি। স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন। ২৬ রানে চতুর্থ উইকেট হারানো আয়ারল্যান্ডের ইনিংস মেরামতের চেষ্টায় থাকেন ক্যাম্ফার-টাকার জুটি।
দুজনের ৪২ রানের জুটি টাকারকে ফিরিয়ে ভাঙেন এবাদত হোসেন। আইরিশ এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরের বলে জর্জ ডকরেলকে সরাসরি বোল্ড করেন এবাদত। টাকার ৩১ বলে করেন ২৮ রান। ডকরেল নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। পরে তাসকিন তুলে নেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। একই ওভারে তিনি মার্ক অ্যাডায়ারের উইকেটও পান।
সর্বোচ্চ রানের ইনিংস খেলা ক্যাম্ফার পরাস্ত হন হাসান মাহমুদে। ৩৬ রানে তাকে তাসকিনের ক্যাচ বানান মাহমুদ। আইরিশদের সবশেষ উইকেটটিও যায় হাসানের ঝুলিতে। গ্রাহাম হিউম করে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পান ডানহাতি এই পেসার। ১০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০