নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ত্যাগ করছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের নেতৃত্বে বিকেল ৪টায় ঢাকা ছেড়েছেন ক্রিকেটাররা। এর আগে দুপুর ২টার আগেই টাইগারদের কিট ব্যাগ চলে আসে হযরত শাহজালালা আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর আসেন ক্রিকেটার-কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাই।
বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ ও তামিম ইকবাল প্রসঙ্গে গণমাধ্যমের সাথে আলাপ করেছেন তিনি। এদিকে বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের একটি ফটোসেশনও করা হয় বিমানবন্দরে। তবে গত বিশ্বকাপে ক্রিকেটারের ফটোসেশন হয়েছিল স্টেডিয়ামে, এবার বিমানবন্দরে।
বাংলাদেশ দলের গন্তব্য ভারতের গোয়াহাটি। আজ সেখানে পৌঁছে বিশ্রাম নেবে। এরপর ক্রিকেটাররা বৃহস্পতিবার আসামের বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। এই মাঠে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০