স্বপ্নের মতো শুরু পাবেন কল্পনাও করেন নি কোহলি

0
88

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশকে হারানোর ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ভারতের ৭ উইকেটের বড় জয়ে অপরাজিত সেঞ্চুরি হাঁকান বিশ্ব সেরা এই ব্যাটার। বৃহস্পতিবার পুনেতে আগে ব্যাট করে ২৫৬ রানের বেশি করতে পারে নি বাংলাদেশ। রান তাড়ায় অনায়াস জয় পায় রোহিত শর্মার দল।

সেঞ্চুরি হাঁকানো কোহলি নিজেদের ইনিংসের শুরুটা পেয়েছিলেন স্বপ্নের মতো। ক্রিজে গিয়েই প্রথম দুই বলেই নো বল করে বসেন হাসান মাহমুদ। সেই দুই ফ্রি হিট দারুণভাবে কাজে লাগান কোহলি। সব মিলিয়ে হাসানের সেই এক ওভার থেকে রান আসে ২৩। ম্যাচ শেষে এই ফ্রি হিট নিয়েও আলাদা করে কথা বলেছেন কোহলি।

এমন শুরু পেয়েই বড় ইনিংস খেলার কথা ভাবছিলেন কোহলি। হয়েছেও তাই। এমন ইনিংসের পর ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ম্যাচ পরবর্তী সময়ে কোহলি বলেন, ‘আমি চেয়েছিলাম দলের জয়ে অবদান রাখতে। বিশ্বকাপে আমার ফিফটি আছে। তবে এবার আমি চেয়েছিলাম শেষ পর্যন্ত খেলে যেতে। আসলে আমি শুবমানকে (গিল) বলেছিলাম এমন কিছু (শুরুতেই ফ্রি হিট) তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। এটা আসলে স্বপ্নের মত শুরু ছিল। এর ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’

কোহলি আরও বলেন, ‘পিচ বেশ ভালো ছিল, আমাকে আমার খেলাটা খেলতে দিয়েছে। গ্যাপ খুঁজে বের করে যত বেশি বাউন্ডারি মারা যায় তা চেষ্টা করে গেছি। ড্রেসিংরুমের পরিবেশও বেশ ভালো। সবার মধ্যে খেলার স্পিরিট আছে যা দারুণ ব্যাপার। এভাবে ভালো খেলতে হলে আপনার আসলে ড্রেসিংরুমে বেশ ভালো একটি পরিবেশ সৃষ্টি করতে হবে। এমন দর্শকদের সামনে খেলতে পারাটা দুর্দান্ত ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here