স্পোর্টস ডেস্ক:: রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন। দেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন-মরণ লড়াই করছেন ইউক্রেনীয়রা। ফুটবলটাই ছিলো আনন্দের উপলক্ষ্যে। কিন্তুু পারেননি ইউক্রেনের ফুটবলাররা। নিজেদের ভুলে বিশ্বকাপেন বাছাই পর্বে আটকে গেছেন তারা। ইক্রেনীয়দের কাঁদিয়ে ৬৪ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ওয়েলস।
বিশ্বকাপের বাছাই পর্বে রোববার রাতের ম্যাচে ওয়েলসের কাছে ১-০ গোলে হেরেছে ইউক্রেন। ম্যাচটি জিততে পারলেই বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন পূরণ হতো ইউক্রেনীয়দের। আনন্দে মেতে উঠবেন যুদ্ধ বিধ্বস্ত দেশটির সমর্থকেরা।
রাশিয়ার হামলায় মাস তিনেক থেকে চরম সঙ্কটে ইউক্রেন। দেশটিতে খাবার সঙ্কট, নেই জীবনের নিশ্চয়তা। আটকা পড়ে আছেন সাধারণ লোকজন। রুশ হামলা প্রতিরোধে লড়াই করছেন দেশটির নাগরিকেরা। এমন সময় তাদের ফুটবলাররা নেমে ছিলেন বিশ্বকাপ নিশ্চিতের মিশনে। যেখান থেকে শেষ পর্যন্ত ‘হতাশ’ হতে হলো ইউক্রেনীয়দের।
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে স্বাগতিক ওয়েলসের কাছে ১-০ গোলে হেরেছে ইউক্রেন। মাঠের লড়াইয়ে ভাগ্যের কাছে হেরে গেছে দলটি। ওয়েলস কোনো গোলের দেখা পায়নি। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে তাদের। ইউক্রেনের সর্বনাশটা করেছেন তাদের অধিনায়ক ইয়ার মোলেনকোর।
ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো ইউক্রেন। ৬৮ শতাংশ বল ছিলো তাদের দখলে। ২২টি শট নিয়েও গোলের দেখা পায়নি দলটি। প্রথমার্ধের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত হারতেই হয়েছে। ১৯৫৮ সালের পর ওয়েলস নিশ্চিত করলো বিশ্বকাপ। যদিও ম্যাচটি গত মার্চে হওয়ার কথা ছিলো। তবে রাশিয়া ইউক্রেনে হামলা করলে ফিফা ম্যাচটি পিছিয়ে দেয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০