স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিরা। চ্যাম্পিয়ন মেসিদের বরণ করতে ভোরের আলো ফোটার আগেই আর্জেন্টিনার বিমানবন্দরে লাখো মানুষের ঢল নামে। স্থানীয় সময় ভোর হলেও ভক্তের কমতি ছিল না বিশ্বসেরাদের স্বাগত জানাতে। বিমানের সিঁড়ি বেয়ে নামার সময় মেসির হাতেই ছিল বিশ্বকাপ ট্রফি।
৩৬ বছর পর এই বিশ্বকাপ শিরোপা জেতার লড়াইয়ে হাল ছাড়েন নি মেসি। দেশে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম্যে এমনটাই লিখেছেন এই ফরোয়ার্ড। মেসি লিখেছেন, ‘গ্রানডলি থেকে কাতার বিশ্বকাপ, প্রায় ৩০ বছর কেটে গেছে। বল পায়ে তিন দশকের কাছাকাছি। যে বল আমাকে অনেক আনন্দ দিয়েছে, আবার কিছু দুঃখও দিয়েছে। কিন্তু আমি সবসময় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি এবং আমি হাল ছাড়িনি। এই স্বপ্ন কোনদিন সত্যি নাও হতে পারে, এটা জেনেও লড়েছি।’
২০১৪ সালের বিশ্বকাপে হতাশা নিয়ে ফিরতে হয়েছিল ফাইনাল থেকে। তবে ক্যারিয়ারের শেষ বেলায় এসে মেসি ঠিকই জিতে নিয়েছেন বিশ্বকাপ। ২০১৪ সালে যারা শিরোপা জয়ের কাছে থেকে দুঃখ নিয়ে ফিরেছিল, তাদেরকেও ট্রফি উৎসর্গ করেছেন মেসি। মেসি এবং ডি মারিয়া বাদে ওই বিশ্বকাপের কোনো ফুটবলার বর্তমান দলে ছিল না।
মেসি বলেন, ‘এই যে বিশ্বকাপ যা আমরা জিতলাম, এটা ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা ফুটবলারদের মতো পূর্বের আসরগুলোতে যারা শিরোপার জন্য খেলেছেন এবং জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু পারেননি, এটা তাদেরও শিরোপা। যারা আমার মতো এটা জিততে চেয়েছিলেন এবং কঠোর পরিশ্রম করেছিলেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০