স্পোর্টস ডেস্ক:: অ্যাথলেটিকসে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর রহমান। অ্যাথলেটিকসের বিশ্ব মঞ্চে প্রথমবার স্বর্ণ জিতলো বাংলাদেশ। কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন তিনি।
অ্যাথলেটিকসের আন্তর্জাতিক কোনো মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তুললেন গতির ঝর। স্বর্ণ জিততে তিনি সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। ফাইনালের আগে সন্ধ্যায় সেমিফাইনালে নিজের সেরা টাইমিং পেছনে ফেলে রেকর্ড গড়েন তিনি। ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে ছিলেন।
ফাইনালে আগের রেকর্ড ভেঙে ৬.৫৯ সেকেন্ড সময় নেন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকসে জিতে নেন স্বর্ণ। তার হাত ধরেই কাজাখস্তানে উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00