নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার লিটন দাসের দল জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এ জয়ে সিরিজের ফল দাঁড়াল ২-১। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা।
বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বড় অবদান রাখেন পেসার শরিফুল ইসলাম। টস জিতে আগে ব্যাট করতে নামা আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন এই বাঁহাতি। এরপর ব্যাট হাতে দারুণ ফিফটিতে দলকে সহজ জয় এনে দেন লিটন। তাতে হোয়াইটওয়াশ এড়ায় টাইগাররা।
স্বস্তির জয়ে বাংলাদেশের নায়ক শরিফুল। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্রেফ ২১ রানে ৪ উইকেট নিয়ে সফরকারীদের অল্পে বেধে রাখতে বড় ভূমিকা রাখেন তিনি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শরিফুলের ৯ ওভারে ৪ উইকেট শিকারের সৌজন্যে আফগানিস্তানকে ১২৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
ক্যারিয়ারে আগেও দুইবার ৪ উইকেট করে পেয়েছিলেন শরিফুল। ২২ বছর বয়সী এই পেসার ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খরচ করেন ৪৬ রান। আর গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেন ৩৪ রান। তবে এবার আগের স্পেল ছাড়িয়ে গেলেন তিনি।
আজ ইনিংসের শুরুতে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে ১ রানে বিদায় করেন শরিফুল। এরপর একই ওভারে তিনি আউট করেন রহমত শাহকেও। শরিফুলের অফ স্টাম্পের বাইরে পিচ করা বল জাদরানের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। অনায়াস ক্যাচ ধরেন এই উইকেটকিপার। ইব্রাহিমকে ফেরানোর পর আবার আঘাত হানেন শরিফুল।
শরিফুলের বাড়তি বাউন্সের বলে এজড হন রহমত। বল লেগেছে ব্যাটের নিচের অংশে, এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল আবার কিপার মুশফিকের গ্লাভসে। ৪ বলে রান না করে ফিরেন রহমত। এরপর তিনি ফেরান মোহাম্মদ নবিকেও।
নিজের প্রথম স্পেলে আফগানিস্তানের টপ অর্ডারে ধস নামিয়েছিলেন শরিফুল। দ্বিতীয় স্পেলে ফিরে আবারও উইকেটের দেখা পান তিনি। তাঁর শর্ট লেংথ ডেলিভারিতে পুল করেছিলেন আব্দুল রহমান। ডিপ ফাইন লেগে দাঁড়িয়ে তাইজুল ক্যাচ লুফে নিলে সাজঘরে ফিরতে হয় ৪ রান করা আব্দুলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post