স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা তাদের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে হারিয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেল জাভি হার্নান্দেজের দল। গত রাতে প্রতিপক্ষকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। ‘এইচ’ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।
জয়ের স্বস্তি থাকলেও বার্সা কোচ জাভির মনে হচ্ছে, আরও বড় ব্যবধানে জিততে পারত তার দল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করি, সত্যিই শাখতার ম্যাচটা আমাদের জন্য জটিল করে তুলেছিল। তারা বলের জন্য লড়াই করেছে, তারা আমাদের মতোই খেলতে চেয়েছিল-টেকনিক্যাল দিক থেকে তারা ভালো ছিল।’
চোটের থাবায় রবার্ত লেভানডফস্কি, ফ্রেঙ্কি ডি ইয়ং, রাফিনহা, পেদ্রিদের এই ম্যাচেও পায়নি বার্সেলোনা। জাভির আস্থার প্রতিদান দিয়েছেন কাতালান তরুণরা। ফারমিন লোপেজ, লামিনে ইয়ামালের মতো তরুণরাই আবারও পথ দেখালেন দলকে। ফেরান তরেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফারমিন।
বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামের এই ম্যাচে দ্বিতীয়ার্ধে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল শাখতার। জাভি বলেন, ‘আমরা কয়েকটা ভুল করেছিলাম, কিন্তু সব মিলিয়ে নিজেদের খেলার মান নিয়ে খুশি আমি। আমি আসলেই বিশ্বাস করি, আরও বড় ব্যবধানে জিততে পারতাম আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post