স্পোর্টস ডেস্ক:: কানাডার বিপক্ষে গোলের জন্য ঘাম ঝড়াতে হচ্ছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে। কাতার বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে কানাডা ও বেলজিয়াম মুখোমুখি হয়েছে। আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটির প্রথমার্ধে এক গোল আদায় করে স্বস্তিতে বিরতিতে গেছে বেলজিয়াম।
কানাডার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিচ্ছেন গোলরক্ষক কর্তোয়া। তার দূঢ়তায় লড়াই করছে বেলজিয়াম। পেনাল্টি আটকিয়েছেন। প্রতিপক্ষের একের পর এক আক্রমণও রুখে দিয়েছেন তিনি।
ম্যাচের শুরুতেই কানাডা এগিয়ে যেতো পারতো। তবে পেনাল্টি মিসে এগিয়ে যাওয়া হয়নি। ম্যাচের ৯ম মিনিটেই নিজেদের বিপদজনক সীমানায় ফাউল করেন বেলজিয়ামের ডিফেন্ডার। ভিএআরের সহায়তা নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। আলফোনসো ডেভিসের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন কর্তোয়া। ১৯৯৬ বিশ্বকাপের পর প্রথমবার তিনি পেনাল্টি আটকে দিলেন।
বেলজিয়াম ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠে। প্রথমার্ধের শেষ দিকে সুযোগও পেয়ে যায় দলটি। ম্যাচের ৪৪তম মিনিটে বাতসুয়াইর গোল করলে বেলজিয়াম এগিয়ে যায় ১-০ গোলে। স্বতি নিয়ে বিরতিতে যায় দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডস্ক/০০