স্পোর্টস ডেস্কঃ এবার বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে বড় আঘাত পেয়েছে সেনেগাল। দলের তারকা ফুটবলার সাদিও মানে খেলতে পারবেন না। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই ফুটবলার। যার ফলে মানেকে ছাড়াই বিশ্বকাপ মিশনে মাঠে নামতে হয়েছে আফ্রিকার দেশটিকে।
আসরের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে সেনেগাল। এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। যেখানে দলটির প্রতিপক্ষ আসরের স্বাগতিক দেশ কাতার। এই কাতারও ইকুয়েডরের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছে। তাই তাদেরও লক্ষ্য ভালো কিছু করার।
আল থুমামা স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এই ম্যাচে সেনেগাল ৪-২-৩-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে। অপরদিকে কাতার খেলবে ৫-৩-২ ফরমেশনে। স্পষ্টই বোঝা যাচ্ছে ডিফেন্স লাইনে বাড়তি গুরুত্ব দিচ্ছে কাতার।
সেনেগাল একাদশ
এদুয়ার্দো মেন্ডি (গোলরক্ষক), সাবেলি, কৌলিবালি, জ্যাকবস, দিয়ালো, গায়ে, মেন্ডি, দিয়াতা, দেদিও, স্যার ও দিয়া।
কাতার একাদশ
বারশাম (গোলরক্ষক), মিগুয়েল, মোহাম্মদ, খুকি, হাসান, আহমেদ, আলি হায়দোস, বুদিয়াফ, মাদিবো, আলি ও আফিফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা