স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের জয়ের দেখা পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। স্বাধীনতা ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে দলটি। দুই তলানির দলের মধ্যকার ম্যাচটি আয়োজিত হয়েছিল রাজশাহী জেলা স্টেডিয়ামে। যেটা কিনা স্বাধীনতার ঘরের মাঠ।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৪২ তম মিনিটে প্রথমার্ধ শেষ হওয়ার আগ মূহুর্তে গোলটি করেন মুক্তিযোদ্ধার ফুটবলার ওবাইদুর রহমান। এই গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।
এই জয়ের পর ১৬ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে মুক্তিযোদ্ধা। অপরদিকে সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে রেলিগেশনের অপেক্ষায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। দলটির অবস্থান একেবারে তলানিতে ১২ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা