স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যাশিত এক জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। সোমবার স্বাধীনতা ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে দলটি। আগের ম্যাচে শক্তিশালী সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেওয়া স্বাধীনতা এবার দেখল আসরের ১৩তম হার।
রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি আসে ৭১তম মিনিটে। পেনাল্টি থেকে সেই গোলটি করেন আমিরউদ্দিন মোহাম্মদ আনোয়ার। এই গোল ব্যাতীত ম্যাচে আর কোনো গোলের দেখা মিলেনি। শেষ পর্যন্ত ঐ একমাত্র গোলে ভর করেই জয় নিয়েই মাঠ ছাড়ে পুলিশ।
এই ম্যাচ শেষে ১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে পুলিশ এফসি। অপরদিকে সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে একেবারে সবার নিচে অবস্থান করছে স্বাধীনতা। অনেকটা নিশ্চিত অবনমন হতে যাচ্ছে দলটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা