নিজস্ব প্রতিবেদকঃ গোল উৎসব করে আবাহনীকে উড়িয়ে স্বাধীনতা কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। শুক্রবার ঘরের মাঠে আবাহনীকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখালো অস্কার ব্রুজনের শিষ্যরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল।
কিংস অ্যারেনায় আবাহনীর জালে প্রথমার্ধে গোল করতে পারে নি কিংসরা। গোল শূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে কিংসের গোলযাত্রা শুরু। ব্রাজিলিয়ান মিগেলের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে ঢুকে বা পায়ের দারুণ এক শটে মোহাম্মদ সোহেল রানা গোলকিপারকে পরাস্ত করেন। কিংস বলটি পেয়েছিল আবাহনীর ফুটবলারের কাছ থেকে কেড়ে নিয়ে। ৫৩ মিনিটে ইরানি ফুটবলার মিলাদ শেখের ভুল পাসে রাকিব কয়েকজন কাটিয়ে ব্রাজিলিয়ান ডরিয়েল্টনকে দেন। প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান।
৭৭ মিনেটে সাদউদ্দিনের ক্রস থেকে মিগুয়েলের হেডে স্কোরলাইন হয়ে যায় ৩-০। ৮৮ মিনিটে রবসনের পেনাল্টি গোলে হয়েছে ৪-০। বক্সের ভেতর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। আবাহনীর ফুটবলাররা প্রতিবাদ করলেও রেফারি তা আমলে নেন নি। এদিকে দিনের প্রথম সেমি-ফাইনালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী সোমবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি হবে কিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post