নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান। শুক্রবার সেমিফাইনালে ১-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি। ২০১৪ সালে সবশেষ স্বাধীনতা কাপের শিরোপা জেতার পর আবার সুযোগ এলো মোহামেযানের সামনে।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভ। এই টুর্নামেন্টে তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৪ সালে। নয় বছর পর আবার স্বাধীনতা কাপের শিরোপা লড়াইয়ে উঠল সাদা-কালোরা। ১৮ তারিখের ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ কারা সেটি ঠিক হবে আজই। বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস আর আবাহনী লিমিটেড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।
ম্যাচের ডেডলক খোলে ৭২তম মিনিটে। বক্সের ঠিক ওপর থেকে নিচু বাঁকানো ফ্রি কিকে জাল খুঁজে নেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির গোলরক্ষক মোহাম্মদ নাঈম প্রতিরোধের কোনো সুযোগই পাননি। ৮৫তম মিনিটে অনায়াসে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন দিয়াবাতে; কামরুলের ক্রস বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে জায়গাও করে নেন, কিন্তু এরপর তার কাছের পোস্টে নেওয়া শট যায় বাইরে। অন্য দিকে শট নিয়ে পেতে পারতেন গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post