নিজস্ব প্রতিবেদকঃ চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকের নেতৃত্ব থেকে মাশরাফী বিন মোর্ত্তজা চলে যাওয়ার পর দলটির সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্বের ভার গ্রহণ করেন। তাতে ভাগ্যটাও খানিক বদলেছে সিলেটের। শেষ চার ম্যাচের তিনটিতেই জয় আছে তাদের।
মাশরাফী চলে যাওয়ার পর শান্তকে অধিনায়ক না করার কারণ জানালেন দলের কোচ রাজিন সালেহ। তিনি জানিয়েছেন, শান্তকে নির্ভার রেখে নিজের মতো খেলতে দেওয়ার স্বাধীনতা দিতেই তাকে অধিনায়ক করা হয়নি। তবে শান্তর মতো ক্রিকেটার সিলেটের হয়ে খেলছেন এবং তার অধীনে কোচিং করছেন, তাতে বেশ খুশি রাজিন। চিন্তিত নন শান্তর রানখরা নিয়েও।
বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় তিন ফরম্যাটের ক্যাপ্টেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। ওকে আমি কোচিং করাচ্ছি, আমি অনেক ভাগ্যবান এবং গর্বিত। ওর সাথে সবসময় কথা হয়। আমার মনে হয় না মানসিকভাবে পিছিয়ে গেছে। একজন খেলোয়াড়ের অফ ফর্ম, খারাপ সময় যেতেই পারে। আমরা সবসময় ওর পাশে আছি। শান্ত রান করলে খেলা ডিফারেন্ট হয়ে যেত। দলের অবস্থান অন্য জায়গায় থাকত।’
রাজিন আরো বলেন, ‘এটা শান্তর তরফ থেকে আসেনি, ম্যানেজমেন্টের তরফ থেকে এসেছে। টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে শান্তকে যতটা ফ্রি রাখা যায়। ওর ফ্রি ক্রিকেট যেন খেলতে পারে। এজন্যই ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post