স্বেচ্ছাসেবী-রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জামাল

0
8

স্পোর্টস ডেস্কঃ ভালো নেই চট্টগ্রাম! সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। সোনাইছড়ি ইউনিয়নে কাশেম জুট মিলে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। এরপর বিএম কন্টেইনার ডিপোতে বিশাল এক বিস্ফোরন ঘটে। আর সেই বিস্ফোরন লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। বাড়ছে আহতের সংখ্যাও। হাসপাতালজুড়ে শুধুই আহাজারি।

এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যেখানে আছেন ৯ জন ফায়ার সার্ভিস কর্মীও। এছাড়া চার শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে আগুনের ভয়াবহতা অনেকটা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সবাই মিলে কাজ করছে।

এমন পরিস্থিতিতে অসংখ্য স্বেচ্ছাসেবী ও রক্তদাতা এগিয়ে এসেছেন। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে সবাই মিলে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা ছুটেছেন হাসাপাতালের দিকে রক্ত দিতে। কঠিন পরিস্থিতিতে তাদের এমন কাজের জন্য কৃতজ্ঞতা দিচ্ছে পুরো দেশবাসী। দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও এর প্রশংসা করছেন। যাদের একজন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জানালেন। এছাড়া মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে এশিয়ান কাপ খেলতে মালয়েশিয়ায় অবস্থান করা জামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আজ এক কঠিন সকাল ছিল আমার ও গোটা দেশবাসীর জন্য। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকল শহীদ ভাই-বোনদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি।’

‘তবে, আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছাসেবী ও ব্লাড ডোনারদের যারা গতরাতে মানবিকতার নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। আসুন সবাই মিলে মহান রাব্বুল আলামীনের কাছে এমন মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া চাই।’ যোগ করেন জামাল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here