স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরছেন মাহমুদউল্লাহ!

0
25

স্পোর্টস ডেস্ক:: টেস্ট অধিনায়ক মুমিনুলের পথেই এগুচ্ছেন টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আলোচনা-সমালোচনার মধ্যে তিনি নিজেই স্বেচ্ছায় সরে যেতে পারেন নেতৃত্ব থেকে এমন গুঞ্জন ক্রিকেটাঙ্গণে। এদিকে তার জিম্বাবুয়ে সফরেই নেতৃত্ব হারানোর গুঞ্জন উঠেছে। বিসিবিও জানিয়েছে অধিনায়কত্বে বদল আসবে টি-২০ ফরম্যাটে।

কিন্তুু মাহমুদউল্লাহ রিয়াদ নিজে নিজেই সরে দাঁড়াতে পারেন বোর্ডের সিদ্ধান্ত আসার আগেই। টানা কয়েক সিরিজ থেকে ফর্মে নেই টি-২০ অধিনায়ক। সেই সাথে দলেরও হতাশা জনক পারফরম্যান্স। সব মিলিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান থেকে শুরু করে বোর্ডের বড় একটা অংশ অধিনায়কের উপর অসন্তুুষ্ট। টি-২০ দলের অধিনায়কত্বে বদল আসছে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। ক্রিকেট বোর্ড নেতৃত্বভার তুলে দিতে চায় সাকিব আল হাসানের হাতেই। অলরাউন্ডারও সম্মত হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্বভার নিতে।

তবে সাকিব এখনি চাচ্ছেন না। তার চাওয়া জিম্বাবুয়ে সফর শেষে এশিয়া কাপ থেকে নেতৃত্ব নেওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় জিম্বাবুয়ে সফরেই সাকিবের নেতৃত্বে খেলুক টাইগাররা। তবে এই অলরাউন্ডার আগেই ছুটি নিয়েছেন জিম্বাবুয়ে সিরিজ থেকে। তিনি দলের সঙ্গে জিম্বাবুয়ে যেতে চান না।

অধিনায়কত্ব নিলে অলরাউন্ডারকে জিম্বাবুয়ে সফরে যেতে হবে। সেজন্যই তিনি চান জিম্বাবুয়ে সিরিজ শেষে অধিনায়কত্ব নিতে এমন আলোচনা ক্রিকেট পাড়ায়। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর শেষেই শুরু হবে এশিয়া কাপ। আগামি এশিয়া কাপেই টেস্ট অধিনায়ক, নেতৃত্ব দেবেন টি-২০ দলকেও। এমন গুঞ্জনই ক্রিকেটাঙ্গণে।

বাংলাদেশ টি-২০ দলের পারফরম্যান্সে ‘হতাশ’ সমর্থক থেকে শুরু করে বোর্ড কর্তারাও। তাই টি-২০ অধিনায়ক পরিবর্তন নিয়ে চলছে জোর আলোচনা। বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেই সরে যান, সেটাই চায় বোর্ড। আর তা না হলে তাঁকে বোর্ডের পক্ষ থেকেও সরিয়ে দেওয়া হতে হবে। টি-২০ বিশ্বকাপের আগেই তাই দ্রুত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। সেজন্য এশিয়া কাপেই দেখা যেতে পারে নতুন অধিনায়ককে। আর না হলে রিয়াদই থাকবেন শেষ পর্যন্ত। থবে তার থাকার সম্ভাবনা খুবই কম।

টানা ব্যর্থতার পর তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার আগেই রিয়াদ স্বেচ্ছায় সরে যেতে পারেন অধিনায়কত্ব থেকে। তার পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে বোর্ডের শীর্ষ কর্তাদের। রিয়াদের নেতৃত্বেই গত টি-২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেই যে হারের শুরু হয়েছিলো, সেই গ্লানি এখনো টানছে টাইগাররা। একের পর এক সিরিজ হারছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে। যদি বৃষ্টি প্রথম ম্যাচটি পণ্ড করে না দিতো, তবে যতটুকু খেলা হয়েছে, তাতে নি:সন্দেহে বলা যায় বাংলাদেশই হারতো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here