স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আবার সেঞ্চুরি পেয়েছেন সৌম্য সরকার ৩০ বছর বয়েসী এই ব্যাটার নেলসনে আজ কিউই বোলারদের পাত্তা না দিয়ে করেছেন ১৬৯ রান। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। বাঁহাতি এই ব্যাটারের চমৎকার ইনিংসে ২৯১ রানের পুঁজি পেলেও লড়াই-ই করতে পারল না বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৭ উইকেটে বড় জয়ে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ২৯২ রানের লক্ষ্য ২২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
১৫১ বলে ১৬৯ রানের ইনিংস উপহার দেন সৌম্য। যেখানে ২২ চার ও ২ ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ক্যারিয়ারসেরা ইনিংসকে। আর তার স্ট্রাইক ছিল ১১১ এর ওপরে। এমন দুর্দান্ত ম্যাচের পরেও জয় পায়নি টাইগাররা। নির্বিষ বোলিংয়ের কারণে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। এদিকে ম্যাচটি হারলেও ম্যাচসেরা হয়েছেন সৌম্য। তবে দল না জেতায় এই অর্জন উপভোগ করতে পারছেন না তিনি। ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো।’
এ নিয়ে তিন ওয়ানডে সেঞ্চুরি পাওয়া ম্যাচগুলোতেই সেরা ক্রিকেটার হলেন তিনি। তবে আগের দুই ম্যাচে জয় থাকলেও সবশেষ ম্যাচটিতে হারতে হয়েছে সৌম্যদের। এদিকে বাঁহাতি এই ব্যাটার অল্পের জন্য লিটদ দাসের রেকর্ড স্পর্শ করতে পারেন নি। তবে ছাড়িয়ে একাধিক সতীর্থদের। আজকের ১৬৯ রান যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। তামিম ইকবালের ১৫৪ এবং ১৫৮ রানের ইনিংস ছাপিয়ে কিউইদের বিপক্ষে সৌম্যের এই ইনিংস উঠে এসেছে সর্বোচ্চ রান তালিকার দ্বিতীয় স্থানে। সামনে আছে লিটন দাসের ১৭৬ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post