স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। লিডসে সেই ম্যাচে একাদশে নাম লিখিয়েই নতুন মাইলফলক গড়েছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার ১৩তম ক্রিকেটার হিসেবে এই তারকা ১০০তম টেস্ট খেলার কীর্তি গড়েছেন।
বুধবার লিডসে মাঠে নামার সাথে সাথেই নতুন এই কীর্তি গড়েন স্মিথ। এর আগে অস্ট্রেলিয়ার ১২ জন ক্রিকেটার এই মাইলফলক অর্জন করেছেন। এবার স্মিথ ১৩তম ক্রিকেটার হিসেবে সেই এলিট তালিকায় নাম লেখালেন।
তবে স্মিথের এমন মাইলফলকের ম্যাচে সুখকর অবস্থানে নেই অজিরা। টস হেরে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই ৪ উইকেট হারিয়ে বসেছে। দলীয় ৪ রানে ডেভিড ওয়ার্নারকে দিয়ে শুরু। এরপর দলীয় ৪৫ রানে উসমান খাজা, ৬১ রানে মার্নাস ল্যাবুশানে ও ৮৫ রানের মাথায় স্মিথও ফিরে যান। নিজের মাইলফলকের ম্যাচে ব্যর্থ হয়ে মাত্র ২২ রান করেই আউট হন স্মিথ।
দলীয় একশ পূরণের আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৬ ওভারে ৪ উইকেটে ৯১ রান। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে এসে ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে এখন অজিরা। দলকে টেনে নিচ্ছেন ট্রেভিস হেড ও মিচেল মার্শ। যদিও হেডের একটি ক্যাচ ফেলে দিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। নাহলে আরও একটি উইকেট পেতে পারতো ইংলিশরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সবশেষ সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটে ১২৪ রান। হেড ১৭ ও মার্শ ৩১ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post