নিজস্ব প্রতিবেদক:: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী ভারত। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিগার সুলতানার দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় মেয়েরা।
স্মৃতি মান্ধানার হাফ সেঞ্চুরির সাথে শেফালি বার্মার হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে বাংলাদেশের দেওয়া ১১৮ রানের টার্গেট টপকে যায় তিন উইকেট হারিয়ে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করে আট উইকেটে ১১৭ রান তুলে। দলের পক্ষে ৩৯ রান করেন দিলারা আক্তার। ২৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
ভারতের হয়ে রিদহা যাদব ২টি উইকেট লাভ করেন।
১১৮ রানের টার্গেটে খেলতে নামা ভারত দুই ওপেনারের ব্যাটেই জয়ের পথে এগিয়ে যায়। স্মৃতি মান্ধানা ও শেফালি বার্মা উদ্বোধনী জুটিতে তুলেন ৯১ রান। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন শেফালি বার্মা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন স্মৃতি মান্ধানা। ৬ রানে হারমনপ্রীত কৌর ও ৮ রানে রিচা ঘোষ অপরাজিত ছিলেন।
বাংলাদেশের হয়ে নাহিদা, রাবেয়া ও রিতু ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post