নিজস্ব প্রতিবেদক: সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের কোচ তপন মালাকার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। শনিবপুর দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে।
তাৎক্ষণিক ভাবে আহত তপন কুমার মালাকারকে সিলেট রাগীব-রাবেয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসাতেই আছেন।
জানা যায়, ক্রিকেট তপন শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজার থেকে সুবিদ বাজার যাচ্ছিলেন রিক্সা যোগ। এসময় নগরের জালালাবদ এলাকায় পৌছার পর তাকে বহনকারী রিক্সা পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটি অটোরিক্সা সিএনজি।
দূর্ঘটনায় তপন মালাকার পিটে ও হাতপায়ে জখম প্রাপ্ত হন। একই সময় রিক্সার চালকও দুর্ঘটনায় আহত হন। পরবর্তীতে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে রাগীব-রাবেয় মেডিকে কলেজ হাসপাতালে ভর্তি করান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০