স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে নিজেদের আসর শুরু করতে যাচ্ছে হংকং। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।
এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন হংকং অধিনায়ক নিজাকত খান। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ভারত।
হংকংয়ের জন্য এই ম্যাচ প্রথম হলেও, ভারতের গ্রুপ পর্বে এটি দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে ভারত। এই ম্যাচ জিতলে আফগানিস্তানের পর আসরের দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিবে সুপার ফোরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা