স্পোর্টস ডেস্ক: এ এইচএফ কাপ হকির প্রস্তুতি নিতে বাংলাদেশ হকি দল এখন জার্মানি ঘুড়ে পোলেন্ডে।
প্রস্তুতি হিসেবে সেখানে ৬ টি ম্যাচ খেলার কথা থাকলে, খেলোয়াড়দের বিশ্রামের কথা চিন্তা করে ২ টি ম্যাচ বাদ দেওয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার পোলেন্ড অনুর্ধ্ব -২১ দলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে , ২৭ অক্টোবর অস্ট্রিয়া যাবে হকি দল।
এর আগে পোলেন্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের দু’টিতে ১-০ ব্যাবধানে এবং সর্বশেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে জিমিরা।
অস্ট্রিয়ায় তিনটি অান্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল এমনটাই নিশ্চিত করেছেন দলের ম্যানাজার আরিফুল হক প্রিন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪