হজ করতে যাবেন, তাই ভারতের বিপক্ষে খেলবেন না রশিদ

0
14

স্পোর্টস ডেস্কঃ সামনেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। পূর্বের এক টেস্ট ছাড়াও সেই সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি। তবে সাদা বলের সিরিজে খেলবেন না আদিল রশিদ। এই লেগ স্পিনার ছুটি নিয়েছেন সেই সময়ের জন্য। মূলত হজ করতে যাবেন বলেই সেই ছুটি।

জুলাইয়ে শুরু থেকে মাঝামাঝি সময়ে আদিল রশিদ হজ করতে সৌদি আরবে অবস্থান করবেন। আর এই সময়েই ভারতের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ৭ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের সিরিজ। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর্দা নামবে ১৭ জুলাই।

এই সময়ে কোনো ম্যাচেই দেখা যাবে না রশিদকে। হজের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও টি-টোয়েন্টি ব্লাস্টের দল ইয়র্কশায়ারের কাছ থেকে ছুটি নিয়েছেন এই লেগ স্পিনার। যারা কিনা সেটি মঞ্জুরও করেছে। আর তাই ভারতের বিপক্ষে খেলতে দেখা যাবে না রশিদকে।

এই প্রসঙ্গে ক্রিকইনফোকে রশিদ বলেন, ‘অপেক্ষায় ছিল (হজে যাওয়ার)। কিন্তু সময় করে ওঠা হচ্ছিল না। এবছর মনে হলো, এটা এমন কিছু যা কিনা আমাকে করতেই হবে এবং করতে চাই আমি। ইসিবি ও ইয়র্কশায়ারের সাথে কথা বলেছি, তারা উৎসাহ দিয়েছে। আমি ও আমার স্ত্রী কয়েক সপ্তাহের জন্য যাব। এটা অনেক বড় মূহুর্ত হবে আমার জন্য।’

ভারতের মতো দলের বিপক্ষে খেলা রেখে ছুটি নিচ্ছেন। এমন প্রসঙ্গে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘ভারতের বিপক্ষে, আমার না যাওয়াই ভালো…। এভাবে কখনো ভেবে দেখিনি। ক্রিকেটের সাথে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here