স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দলকে বদলে দেওয়া এক সাহসী নেতা। তার ছোঁয়াতেই বাংলাদেশ আজ হয়ে উঠছে ভয়ঙ্কর এক দল। বিশ্বের সব বড় বড় প্রতিপক্ষকে ধরে দিবানি দিচ্ছেন সামন থেকে নেতৃত্ব দিয়ে। অনেক জয়ের নায়ক, টাইগার ক্রিকেটকে বদলে দেওয়া এই ‘নেতার’ পথচলা যে দিন থেমে যাবে সেদিন আসলেই কি হবে ক্রিকেট প্রেমীদের মনে?
দেড় দশকের ছোট্ট এই ক্যারিয়ারের অনেক উত্থাপন পতন হয়েছে মাশরাফির। বাংলাদেশ দলকে দিয়েছেন অনেক কিছুই। এখন স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন টেস্টের শীর্ষ দল হয়ে উঠবে।
অল্পতে থেমে যাওয়ার ভয়ে সাদা পোশাকে আর মাঠে নামেন না। অভিশেকের বছরই পরেছেন হাঁটুর ইনজুরিতে। তবুও খেলা চালিয়ে গেছেন এই ১৬ বছর। অবসরের কথা কি ভাবছেন বাংলাদেশ ক্রিকেটের সীমিত ওভারের এই অধিনায়ক! মাশরাফির পথচলা যেদিন থেমে যাবে, সেদিন কি এমন গর্জনে শিকারে মাঠে নামবে টাইগাররা?
তিনি নিজেও ভাবছেন এই সংগ্রামি জীবেনর সমাপ্তি। কোন লুকোচুরি ছাড়াই জানিয়ে দিলেন যে কোন দিন সরে যাবেন ক্রিকেটের রঙিন দুনিয়া থেকে।
আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর থেকে ছুটে চলেছেন উইকেটের নিশানায়। থেমেছেন শুধু ইনজুরিতে। সাত বার অস্ত্রোপচার করা হয়েছে পায়ে। তবুও থামেননি। একসময়ে ছিলেন দলের নির্ভরশীল সদস্য, সেখান থেকেই নিয়েছেন পুরো দলের দায়িত্ব।
কিছু দিন থেকেই কথা উঠেছে হয়তো ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই মাশরাফির শেষ আন্তর্জাতিক কণ আসর হবে। কিন্তু অধিনায়ক জানালেন অন্য কথা। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, কোণ রাকঢাক নয়, হঠাৎ করেই একদিন খেলা ছেড়ে দেবেন তিনি।
নিজের অবসর নিয়ে মাশরাফি বলেন, ‘কাউকে বুঝতে না দিয়ে হঠাৎ করে একদিন আমি থেমে যাব। হুট করে দিয়ে দেব অবসরের ঘোষণা।’।
আর কতদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তা না জানালেও, দল নিয়ে নিজের স্বপ্নের কথা অকোপটে বলে দিলেন। বললেন, ‘বাংলাদেশ নিয়ে আমার স্বপ্নের শেষ নেই। একদিন বিশ্বকাপ জিতব, টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল হব—তা আমি নিশ্চয়ই দেখে যাব। সেটি খেলোয়াড় হিসেবে না হলেও। আর ক্রিকেটার হিসেবে একটি কথাই বলতে পারি। এতগুলো ইনজুরির ধকল সামলে এখনো যে খেলছি, তাতেই আমি তৃপ্ত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০