স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অনেকটাই নিশ্চিত শ্রীলঙ্কার। গতকাল স্বাগতিক ভারতের করা ৩৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দলটি। ৩০২ রানের হার দেখে লঙ্কানরা। তাতে হতাশায় মুষড়ে পড়েছেন অধিনায়ক কুশল মেন্ডিস।
মুম্বাইয়ে টসে জিতেও আগে ফিল্ডিং করার সাহস দেখিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু ম্যাচ শেষে সেটিকে ভুল মনে করতে রাজি হননি শ্রীলঙ্কা অধিনায়ক, ‘এভাবে বলতে পারব না। উইকেট দেখে ধীরগতির মনে হয়েছিল, তাই বোলিং করতে চেয়েছিলাম। আমরা ভালো শুরু করলেও ক্যাচ মিস করেছি। এরপর তারা প্রথম ৬ ওভারে সত্যিই ভালো বোলিং করেছে, তাদের ফাস্ট বোলিং বিভাগকে কৃতিত্ব দিতেই হবে।’
দলের বাজে পারফরম্যান্সে হতাশায় মুষড়ে পড়া মেন্ডিস আরও বলেন, ‘আমি সত্যি বলতে দলের এমন পারফরম্যান্সে খুব হতাশ এবং আমার নিজের পারফরম্যান্সেও। তারা দারুণ বোলিং করেছে সাথে কিছুটা সুইংও পেয়েছে তারা। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি হেরেছি। প্রথম ৬ ওভার অসাধারণ বোলিং করেছে এবং আজকের ম্যাচ জয়ের পুরো ক্রেডিটই তাদের। আমাদের আরো দুটি ম্যাচ রয়েছে এবং আশা করছি ভালোভাবেই ফিরতে পারবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post